সংবাদ শিরোনাম

তাপদাহ: ববির ক্লাস অনলাইনে, পরীক্ষা স্ব-শরীরে

বরিশাল প্রতিনিধি-- 

তাপদাহ: ববির ক্লাস অনলাইনে, পরীক্ষা স্ব-শরীরে

সারা দেশে যে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে এতে করে হিট স্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব ক্লাস আগামী ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।এ সময় অনুষ্ঠিতব্য সব পরীক্ষা যথারীতি চলমান থাকবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ জানান, রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ প্রদান করা হয়েছে

Post a Comment

Previous Post Next Post