আজকাল বার্তা ডেক্স---
অভ্যন্তরীণ কোন্দলের জেরে ধরে আরিফ মিয়া (১৯) নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে অপর গ্রুপের কর্মীরা। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের শাহী ঈদগাহ টিভি গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত আরিফ নগরের শাহী ঈদগাহ টিভি গেট এলাকার ফটিক মিয়ার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে সড়কে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। তারা তার বাম হাত, বাম উরু, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ১২টি আঘাত করেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য বলরাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Post a Comment