সংবাদ শিরোনাম

তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 

তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকায় তিস্তার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আমিনুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ তিস্তা নদীতে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় হয়তো স্রোতে উজান থেকে লাশটি ভেসে এসেছে। স্থানীয়রা কেউই ওই নারীকে শনাক্ত করতে পারছেন না। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Post a Comment

Previous Post Next Post