সংবাদ শিরোনাম

হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করেই থামার ঘোষণা ইসরায়েলের

অনলাইন ডেক্স---


কোন ভাবেই থামছে না হামাস ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে মারা গেছে দুই পক্ষের অনেক মানুষ। এবার হামাসকে জোড়ালো হুমকি দিয়েছে ইসরায়েল। তারা বলেছে হামাসকে পুরোপুরি শেষ করে তারপর তারা ঘরে ফিরবে। এদিকে হামাসও রয়েছে কঠোর অবস্থানে। তাদের সাথে যুক্ত হয়েছে হিজবুল্লাহ।  

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োবা গাল্লান্ত বলেছেন, গাজায় চলমান সামরিক অভিযান শেষ হতে এক, দুই অথবা তিন মাস লাগতে পারে। তবে সময় যা-ই লাগুক সেই অভিযান শেষে আর কোনো হামাস যোদ্ধা অবশিষ্ট থাকবে না।

ইসরায়েলের বিমান বাহিনীর সাথে অভিযান সম্পর্কিত নানা আলোচনার পর এই কথা বলেন ইয়োবা।

তিনি আরো বলেছেন, ‌হামাস নিধন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিমান বাহিনী এই অভিযান অব্যাহত রাখবে।

তার মতে হামাসদের চিরতরে নিশ্চিহ্ন করতে এটাই হওয়া উচিত গাজায় চালানো ইসরায়েলের শেষ সেনা অভিযান। এসময় পরবর্তী ধাপের অভিযানের জন্য বিমান বাহিনীকে তিনি উৎসাহও দিয়েছেন। সাথে জানিয়েছেন, শিগগিরই গাজায় বড় পরিসরে স্থল অভিযানও চালানো হবে।

তবে সেই স্থল অভিযান কবে নাগাদ চালানো হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।


সূত্র: বিবিসি

Post a Comment

Previous Post Next Post