সংবাদ শিরোনাম

মঠবাড়িয়ায় ২০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ , ১০ হাজার টাকা জরিমানা

মঠবাড়িয়ায় ২০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ , ১০ হাজার টাকা জরিমানা


পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রম্যমান আদালত (মোবাইল কোর্ট) এর অভিযানে নিষিদ্ধ ১০ টন পলিব্যাগ জব্দ  করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে গুদামঘর মালিককে  দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের আলম ট্রেডার্স নামে একটি গুদামঘরে (গোডাউন) বিপুল পরিমানের নিষিদ্ধ পরিথিন মজুদ রয়েছে। পরিবেশ অধিদপ্তরের এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৫ অক্টোবর) সন্ধার দিকে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পৌর শহরের সদর রোডে অবস্থিত আলম ট্রেডার্সের কে এম লতীফ সুপার মার্কেটস্থ গোডাউন হতে নিষিদ্ধ ১০ টন পলিব্যাগ জব্দ  করা হয়। এসময় আলম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. হাসানকে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোট পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তর বরিশালে বিভাগীয় উপ-পরিচালক এএইচএম রাশেদ, মঠবাড়িয়া থানার এএসআই হুমাযূন কবির সুমন ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এএইচএম রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের আলম ট্রেডার্সে বিপুল পরিমান অবৈধ পলিব্যাগ মজুদ থাকার বিষয়টি জানতে পেরে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়। অতঃপর সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তা জব্দ করা হয়।

সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, বরিশাল পরিবেশ অধিদপ্তরের লিখিত অভিযোগের ভিত্তিতে পরিবেশ সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আলম ট্রেডার্স নামে একটি গুদামঘর থেকে নিষিদ্ধ ১০ টন পলিব্যাগ জব্দ  করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে আলম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. হাসানকে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post