সংবাদ শিরোনাম

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা !

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা !

আজকাল বার্তা ডেক্স---- 

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে এক যুবক। প্রচুর ভাবে স্ত্রীকে মারধরের পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। মৃত ব্যক্তির  নাম নাসির বিশ্বাস।


বুধবার ভোরের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নাসির বিশ্বাস পেশায় একজন সুইপার। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে তার স্ত্রী তাকে বারবার খেতে বলেন। এতে রেগে যান নাসির। এ সময় স্ত্রীকে মারধর করেন তিনি। পরে স্ত্রী রাগ করে করে তার বাপের বাড়ি চলে যান। এ সময় নাসির তাকে বলেন- ‘তুমি চলে গেলে আমি আত্মহত্যা করব’। 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে নাসিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তারা খিলগাঁও থানার বড়বাড়ি নবীনবাগ এলাকার ৭৮৬ নম্বর বাসায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

Post a Comment

Previous Post Next Post