সংবাদ শিরোনাম

বরিশাল নগরীতে গাঁজাসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার--- 

বরিশাল নগরীতে গাঁজাসহ ২ যুবক আটক

 বরিশাল নগরীর ভাটিখানা চন্দ্রপাড়া দ্বিতীয় গলিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে নগরীর কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এই আটক করে।

শুক্রবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিখানা চন্দ্রপাড়া দ্বিতীয় গলিতে অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ।

এসময় তাদের তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. আমান খান (৫৪) ও মো. শফিকুল ইসলামকে (৪০) আটক করা হয়।

তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয় বলে বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post