সংবাদ শিরোনাম

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ নারী আটক

পিরোজপুর প্রতিনিধি--- 


পিরোজপুরের জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ  এর অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়। আটককৃত নারীর নাম কহিনুর বেগম (৩৫)।

তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। আটককৃত  কহিনুর বেগম বেগমকে ৫ আগস্ট‘২৩ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।


ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত মাদক উদ্ধার ও অপরাধ দমনের অংশ হিসেবে জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ইন্সেপেক্টর একেএম মাহফুজুল হক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সংগীয় ফোর্স নিয়ে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অভিযান চালায়। এসময় ওই এলাকার উত্তর পাতাকাটা গ্রামের সরোয়ার সরদারের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ওই বাড়ির ঘরের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ কহিনুর বেগমকে হাতে নাতে আটক করেন। আটককৃত কহিনুর বেগম ওই ৮ নং ওয়ার্ডের উত্তর পাতাকাটা গ্রামের সরোয়ার সরদারের স্ত্রী।

পিরোজপুরের জেলা গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মোঃ আসলাম উদ্দিন বলেন, আটককৃত কহিনুর বেগমকে শুক্রবার বিকেলেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ডিবি বাদি হয়ে কহিনুর বেগমের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে মাঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদলতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম মোহাম্মদ আতিকুজ্জামান শুনানী শেষে কহিনুর বেগমকে জেল-হাজতে প্রেরণের আদেশ দেন।

Post a Comment

Previous Post Next Post