সংবাদ শিরোনাম

বরিশালে শিশুপার্ক কলোনিতে আগুন, পুড়ে ছাই ৭ বসতঘর

স্টাফ রিপোর্টার--- 


দাউ দাউ করে ৩০ মিনিটের আগুনে পুড়ে গেল শিশুপার্ক কলোনীর ৭টি বসতঘর। পুরে ছাই হয়ে গেল সহায়সম্বল সবটুকু।

 শনিবার রাত ৮ টার দিকে বরিশাল নগরীর বাজাররোড গগন গলির শিশুপার্ক কলোনীতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৭টি বসতঘর পুরোপুরি এবং ১১টি বসতঘর আংশিক পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই দোকানি সানির ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা দৌড়ে বাইরে বেড়িয়ে আসেন। কিন্তু ততক্ষণে আশপাশের আগুনে সাকিল মৃধা, হীরা, আলামিন, কালামসহ অন্যান্যদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে সদর ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই ৭টি বসতঘর পুরোপুরি এবং ১১টি বসতঘর আংশিক পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসায় আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিকে বিষয়টি তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এছাড়া রাতে ও সকালে ক্ষ‌তিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করেছেন ব‌রিশাল সিটি নির্বাচনে নব‌নির্বা‌চিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত।

Post a Comment

Previous Post Next Post