সংবাদ শিরোনাম

আপনারা বাচ্চাটার জন্য একটু সহনশীল হতে পারতেন- পরিমনি

বিনোদন ডেক্স---

শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর-শৃঙ্খল পরিবেশে। কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরী করলো কেউ কেউ তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেলো। কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম।

আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারন আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেকবার। 


 হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ, আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো।

আপনারা বাচ্চাটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!

আর খুশি এই জন্যে যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। থ্যাংকইউ!

(ফেসবুক থেকে সংগৃহীত)

Post a Comment

Previous Post Next Post