ডেক্স নিউজ---
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী ইসমত আরা ইকবাল বলেন, লড়াই করে নিজেদের অধিকার আদায় করতে হবে।মনে রাখবেন আমাদের মুখে কেউ খাবার তুলে দেবে না।
আমাদের খাবার আমাদের যোগার করতে হয় তখন কারো কথায় আপনারা আপনাদের মূল্যবান ভোট ৫ বছরে একবার আসে সস্তামূল্যে কেউ ভোট বেচবেন না।ভোটের মূল্য দিতে শিখুন।যিনি নির্বাচিত হবেন তিনি আপনাকে মূল্যায়িত করবেন।
তিনি আরো বলেন,আমরা লড়বো,আমরা গড়বো।এই শ্লোগান ঘরে ঘরে ছড়িয়ে দিন।নারীদের জন্য আমরা অনেক কাজ করছি।ফ্রী সেলাই প্রশিক্ষণকেন্দ্রে এবং ফ্রী কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার নারীদের আমরা স্বাবলম্বিতা ফিরিয়ে এনেছি। আমরা আরো অনেক কিছু করতে চায়। সেই জন্য আপনাদের আমাদের পাশে থাকতে হবে।প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতকে শক্তিশালী করতে হবে।
২১মে২০২৩ রবিবার বিকেলে ২৯ নং ওয়ার্ডের দিঘীরপারে স্হানীয় নারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন নারীনেত্রী নাজমা আক্তার,শিমু আক্তার, রিমি,সঙ্গীতা দাস,বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইনামুল হাসান শামীম, গণ সংযোগ কর্মকর্তা জাহেদুল ইসলাম মামুন, খোরশেদ আলম প্রমুখ।
Post a Comment