আজকাল বার্তা ডেক্স----
নিজের জমি থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক এনামুল হাওলাদার (৩৪) বাড়ির পাশে নিজের জমিতে কাজ করতে ছিলেন।
কিন্তু কিছুক্ষন পর আশেপাশের লোকজন তাকে জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তখন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাদের পরিবারের বরাত দিয়ে জানান, এনামুল মৃগী রোগে আক্রান্ত ছিল। জমিতে হাটু পানির মধ্যে কাজ করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে।
Post a Comment