সংবাদ শিরোনাম

বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, শেবাচিমে দুজনের মৃত্যু

বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,  শেবাচিমে দুজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার----

বরিশালে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে করে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।

ইতিমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন কিশোর মো. সানি সরদারের (১২) মৃত্যু হয়।

এ নিয়ে গত জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে বরিশাল হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ২১ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। তিনি আরও জানান, গত ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post