বাবুগঞ্জ প্রতিনিধি :
দূর্গাপূজা উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও এমপি রাশেদ খান মেননের স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন্নেসা খান ।
সোমবার বিকালে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তিতে
মহিলা এমপি লুৎফুনেচ্ছা খান নিজের ব্যক্তিগত তহবিল হতে বাবুগঞ্জ উপজেলা মন্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে দলিয় নেতা কর্মিরা এই অনুদানের অর্থ হস্তান্তর করেন।
বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দিরে কে আর্থিক অনুদান তুলে দেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, রহমাতপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি বিপুল চন্দ্র দাস,সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান পান্নু প্রমুখ।
Post a Comment