আজকাল বার্তা ডেক্স---
শনিবারদুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার গাজিরভিটা ইউনিয়নের আনচিংরী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম ফারহানা (১৪)। সে একই গ্রামের মৃত রুহুল আমিনের কন্যা ও চর বাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয়রা জানান, ‘সকালে স্কুলে গিয়ে ১০টার দিকে বাড়ি ফিরে আসে ফারহানা। মায়ের সাথে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিল।
কিছুক্ষণ পর তার মা বাড়ির পাশে খালে মাছ ধরতে যায়। পরে ১১টার দিকে ঘরে এসে দেখে তার মেয়ে ফাঁসিতে ঝুলে আছে।
গেল দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিল ফারহানা।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, ঘটনার খবর পেয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post a Comment