সংবাদ শিরোনাম

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, তিন দালাল আটক

 

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, তিন দালাল আটক
পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, তিন দালাল আটক

দালালদের দৌরাত্ম্য ও ঘুষ দুর্নীতির অভিযোগে  আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। অফিস থেকে তিন দালালকে আটক করা হয়। পরে আটক ওই তিন দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ জরিমানা করা হয়।

বুধবার দুপুরের দিকে ঘণ্টাব্যাপী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পালের নেতৃত্বে দুদক এ অভিযান পরিচালনা করে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া সলক আলীর ছেলে রিপন (২৭), চৌড়হাস এলাকার ছরোয়ার হোসেনের ছেলে মহিবুল (৪০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আবুল কাসেমের ছেলে দেলোয়ার হোসেন (৪০)। এর মধ্যে মহিবুল এবং দেলোয়ারকে তিনমাসের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং অপর দালাল রিপনকে এক মাসের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। অভিযানের সময় পাসপোর্ট অফিস থেকে নগদ এক লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন বলেন, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা মানুষ দালালের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন- এমন অভিযোগের ভিত্তিতে দুদকের পক্ষ থেকে সেখানে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নিল কমল পাল বলেন, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবা নিতে আসা সেবাগ্রহীতারা বিভিন্ন ভাবে ভোগান্তির স্বীকার হচ্ছে- এমন অভিযোগেই মূলত এখানে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান প্রসঙ্গে জানতে চাওয়া হলে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, লোকবল সংকটের কারণে কিছু বহিরাগত লোক ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এর সাথে অফিসের কেউ জড়িত নন। যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিৎ।

Post a Comment

Previous Post Next Post