চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলের বিজয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। তবে রবিবার আয়োজিত শপথ অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী প্রার্থীদের দেখা যায়নি। এর মধ্যে আছেন ডিপজল, রুবেল ও মৌসুমী।
শপথ অনুষ্ঠানে প্রথমে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। এর পর নিয়মানুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন।
মিশা-জায়েদ প্যানেল থেকে ডিপজল ও রুবেল দুজনেই সহসভাপতি পদে জয়ী হয়েছিলেন। একই প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে জয়ী হন চিত্রনায়িকা মৌসুমী। ধারণা করা হচ্ছে, নির্বাচন শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করার কারণে শপথ অনুষ্ঠান বয়কট করেছেন তার প্যানেলের বিজয়ীরা। তাদের জন্য আলাদা শপথ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
Post a Comment