সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে না: নানক

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে না: নানক

 'তৈমূরের অব্যাহতিতে আত্মতৃপ্তি পাওয়ার কিছু নেই। কারণ সাপকে বিশ্বাস করা যায় বিএনপিকে বিশ্বাস করা যায় না।'

আ’ লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সোমবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে এক সভায় একথা বলেন। নানক বলেন, ‘আমাদের মধ্যে একজন (তৈমূর আলম খন্দকার) প্রার্থী আছেন। তিনি বলেন আওয়ামী লীগও তার সঙ্গে আছে। জাতীয় পার্টিও তার সঙ্গে আছে।

 হেফাজতও তার সঙ্গে আছে। এত শক্তি তিনি কিভাবে পেলেন? তাকে বিএনপির উপদেষ্টাসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

তাহলে এখন কোথায় গেল এত শক্তি?শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন তাহলে সেই নির্লিপ্ততা থেকে বেরিয়ে আসতে হবে। দলের সঙ্গে কাজ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post