সংবাদ শিরোনাম

"এমভি ইয়াদ" লঞ্চ থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ১

 

ঢাকা টু কলাপাড়াগামী "এমভি ইয়াদ" লঞ্চ থেকে এক যাত্রীকে তল্লাশী করে ৪ কেজি গাজাঁ সহ আটক করা হয় ।২৬ নভেম্বর পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার ফেলাবুনিয়া লঞ্চঘাট থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছে তল্লাশি করে ৪ কেজিগাজা জব্দ করা হয়। আটককৃত যাত্রী মৌডুবীর কাজিকান্দা গ্রামের মৃত নাসির উদ্দিন হাওলাদরের ছেলে হেলাল হাওলাদর।

বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। তিনি জানান,  শুক্রবার ভোর পাঁচ'টা গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর কাছে থাকা কালো ট্রাভেলিং ব্যাগে তল্লাসি করে কসটেপ মোড়ানো দুই পোটলায়  ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দুই লাখ টাকা। তাকে মাদক আইনে মামলা করে  পটুয়াখালী জেল কারাগারে প্রেরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post