বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন "খুলনা জেলা ছাত্র কল্যান সমিতি"র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত কে সভাপতি , ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুষ্ময় কুন্ডু কে সাধারণ সম্পাদক ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ৮ই সেপ্টেম্বর রবিবার ২০১৯-২০ সালের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অনন্যারা হলেন , সহ-সভাপতি রজু ঘরামি, আল আমিন, শেখ মুহাম্মাদ ফয়সাল, ফয়সাল আহমেদ আকাশ, মেহেদী আলা, ফারজানা আক্তার পায়েল, রাকেশ, বাপ্পি।
যুগ্ম-সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল, ইয়ারুল, তাহা হোসাইন, ইবাদুল, নাজমুল, জি এম ফাহাদ, ইমরান, ইকবাল।
সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ আবীর, উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ-সম্পাদক মামতাহিনা মুনা, উপ-অর্থ সম্পাদক শামীমা বীথি, আইন সম্পাদক রাহুল বাশার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক রাজিব পাল, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আনিকা শর্মিলা, সমাজসেবা সম্পাদক লাচ্চু মোল্লা, উপ-সমাজসেবা সম্পাদক হৃদয় হোসেন, সাংস্কৃতিক সম্পাদক চৈতি রায়, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক, ক্রিয়া সম্পাদক রকি হালদার, উপ-ক্রিয়া সম্পাদক সাগরনূর, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুমিতা সুমি , পরিবেশ সম্পাদক নাসরিন জাহান, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু রায়হান, ত্রাণ সম্পাদক আব্দুল্লা মোড়ল ও আপ্যায়ন সম্পাদক মারিয়া সুলতানা রিমা।
উল্লেখ্য, ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে খুলনা জেলার শিক্ষার্থীদের শিক্ষা বিষায়ক যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি।