সংবাদ শিরোনাম

ভোলায় সড়ক দূর্ঘটনায় শিমুল নিহত

ইয়াছিনুল ঈমন, ভোলা---
 ভোলার লালমোহনে চলন্ত নছিমন থেকে পড়ে গিয়ে অটো চাপায়  শিমুল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে ভোলা চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ফরাজি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মাতাব্বরের ছেলে এবং একই এলাকার মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত শিমুলের চাচাতো ভাই কাঁচামাল নিয়ে লালমোহন যাচ্ছিল। শুক্রবার শিমুলের স্কুল বন্ধ থাকায় সে তার চাচাতো ভাইয়ের নছিমনে উঠে রওনা হয়। লালমোহন উপজেলার ফরাজি বাজার এলাকায় আসলে চলন্ত নছিমন থেকে শিমুল পড়ে যায়। তখন অটো রিক্সা শিমুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Previous Post Next Post