সংবাদ শিরোনাম

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যান সমিতির নবীন বরণ অনুষ্ঠিত


রবিউল ইসলাম, ববি প্রতিনিধি--
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) খুলনা জেলা ছাত্র কল‍্যান সমিতির আয়োজনে নবীন বরণ ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নবীন বরণ ও গেট টুগেদার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্র কল‍্যান সমিতির প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত ও সদস্য মুনার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্র কল‍্যান সমিতির সভাপতি পলাশ মন্ডল, সহ-সভাপতি আলামীন , সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান তপু সহ অনান‍্য নেতৃবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় সমিতির সদস্যরা। অনুষ্ঠানে মধ‍্যাহ্নভোজ শেষে সমিতির সদস‍্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে পলাশ মন্ডল, মাহামুদুর রহমান তপু, আলামীন, ইয়াছিন আরাফাত, সুষ্ময়, প্রসেন, ওবায়দুর রহমান, চৈতি, মুনা সহ সমিতির অনান‍্য নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি পলাশ মন্ডল
Previous Post Next Post