সংবাদ শিরোনাম

বাউফলে দশজনকে কুপিয়ে জখম

কামরুল হাসান, বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল পৌর শহরের ১নম্বর ওয়ার্ডে

 একই পরিবারের ছয়জনসহ কমপক্ষে 
দশজনকে কুপিয়ে জখম করা হয়েছে। 
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে। 
এদের মধ্যে গুরুতর আহত মিজানুর , মনির ও 
মিরাজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ 
হাসপাতালে এবং মোঃ মিজানুর রহমান ও তাঁর ভাই মোঃ মনির হোসেন,
 মোঃ মিরাজ হোসেন, বোন লাভলী বেগম ও লিমা আক্তার, মা জয়নব বেগম
, খালা ফজিলা বেগম, ফুফাতো ভাই আল আমিন, মোঃ হাসান ও 
আবদুল খালেক হাওলাদারকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 
প্রত্যক্ষদর্শী জানান, মোসলেম হাওলাদারের সঙ্গে একই গ্রামের জয়নাল হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ
 চলে আসছিল ঘটনার দিন বিকাল তিনটার দিকে হাসান মোটরসাইকেলে করে মোসলেম হাওলাদারের বাড়িতে যাচ্ছিলেন।
 ওই সময় জয়নাল হাওলাদারের ছেলে রাসেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা, 
রামদা ও কুড়াল নিয়ে হাসানের উপর মারধর শুরু করে। খবর পেয়ে মোসলেমের পরিবারের লোকজন ও স্বজনেরা 
ছুটে এলে তাঁদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। 
বাউফল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোঃ আখতারুউজ্জামান বলেন,‘আহত ব্যক্তিদের মধ্যে মিজানুর, 
মনির ও মিরাজের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে।




Previous Post Next Post