সংবাদ শিরোনাম

নাজিরপুরে বাস চাপায় ব্যবসায়ীর মৃত্যু



পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায়  মোঃ তানভীর হাসান নিলু (৪২) নামের এক  ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) বিকাল সোয়া ৩টার দিকে  উপজেলার আধাঝুড়ির  চরখোলা ব্রীজ মোড়ে এলাকায় এ  ঘটনা ঘটে। নিহত নিলু উপজেলার  মাটিভাঙ্গা বাজারের মৃত লোকমান হাকিমের পুত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. লিটন শেখ জানান, ওই সময় মোটর সাইকেলে করে নাজিরপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী  পাটগাতী গামী লোকাল বাস (ঝালকাঠী-জ-০৫-০০১২) সম্মুখ থেকে তাকে চাপা দেয়। এ সময় সেখানে থাকা স্থানীয়  মো. লিটন শেখ ও মো. কেরামত শেখ নামের ২ যুবক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. কাওছার হোসেন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এসময়   ওই বাসের ছাদে থাকা বেল্লাল হোসেন নামের এক যুবক ছাদ থেকে পরে আহত হয়। 

Previous Post Next Post