কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥
মটরসাইকেল দুর্ঘটনায় গুরত্বর আহত কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো.মাসুম বিল্লাহ’র জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসর নামাজ বাদ কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো.সিয়াম। দোয়া মোনাজাতে সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য মো.এনামুল হক, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, সাধারণ সম্পাদক মো.নাহিদুল হক, সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, দপ্তর সম্পাদক মো.ওমর ফারুক, প্রচার সম্পাদক ইমন আল আহসান, সদস্য মাঈন উদ্দীন আহমেদ, সদস্য গৌতম চন্দ্র হালদার, সদ্যস মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, আহম্মেদ পাশা তানভীর, মো.আরিফ সিকদার, মো.আল আমিন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে সাংবাদিক মাসুম বিল্লাহ’র দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।