জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে গোধূলী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে ২৭ আগস্ট বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ডাঃ মানিক লাল মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান মোঃ সাঈদুল হক সাঈদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এম মিজানুর রহমান মিজান সরদার, উপ-কমিটির সদস্য লায়ন জেবীন সুলতানা কান্তা, ক্রিয়েটিভ প্লাস এর সিইও মোঃ আব্দুর রহিম আকন প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।