নিজস্ব প্রতিবেদক----
ঠিকাদারের গাফিলতির কারনে গত চার বছরেও শেষ হয়নি পিরোজপুরের কাউখালী উপজেলার ৩১নং চিরাপাড়া এম.ই সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ভবন নির্মাণের কাজ। স্কুল ভবনের কাজ শেষ না হলেও ১ বছর পূর্বে তা উদ্ধোধন করা হয়েছে।
ভাড়াকরা বসত বাড়িতে বিদ্যালয়ের চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে চড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের। জানা যায়, চিরাপাড়া এম.ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাত ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কায় থাকায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বিদ্যালয়টি পরিত্যাক্ত ঘোষণা করে ২০১৫-১৬ অর্থ বছরে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার আহবান করেন। উক্ত টেন্ডারে অংশগ্রহণ করে চিরাপাড়া এম.ই সরাকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের নতুন ভবন জিওবি ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩ কোটি ৩৭ লক্ষ ৮৪ হাজার ৩৬১ টাকায় নির্মাণের জন্য এস.এস.এই জয়েন্ট ভেনটার নামের ঠিকানাদারী প্রতিষ্ঠানটি কাজ পায়।
প্রতিষ্ঠানটি ভবন নির্মানের জন্য কাউখালী উপজেলার সঞ্জিত কুমার সাহা এর সাথে কাজ করার জন্য চুক্তি পত্র করেন। চুক্তি মোতাবেক ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি হিসেবে সঞ্জিত কুমার সাহা বিদ্যালয়টির ভবনের কাজ ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ শুরু করে এবং কাজটি ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখ শেষ হবার কথা থাকলেও তা গত ৪ বছরেও শেষ হয়নি। তার পরেও কাজ অসমাপ্ত রেখে ১ অক্টোবর ২০১৮ তারিখ সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয় ভবনটি উদ্ধোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপু রানী হালদার বলেন, তারা ৪ বছর ধরে ভাড়া করা জরাজীর্ণ বাড়িতে জানুয়ারী ২০১৯ সনে ১৪০ জন শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন কিন্তু স্কুলের পরিবেশ ভালো না থাকায় জুন ২০১৯ খ্রি. কিছু ছাত্র অন্যত্র চলে গিয়েছে। ভাড়া করা বাড়িটিতে প্রয়োজনীয় কক্ষ না থাকার কারণে ২টি শ্রেণির পাঠদান ১টি কক্ষে করতে হচ্ছে।
কাউখালী উপজেলা প্রকৌশলী হরসিত সাহা বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে ৪ বছরে বিদ্যালয়টির কাজ শেষ হয়নি। এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে কাজ শেষ করার জন্য অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরেও ঠিকাদার কাজটি সম্পূর্ণ করেননি। আগামী ১ মাসের মধ্যে ভবনের সম্পূর্ণ কাজ শেষ করার জন্য নির্দেশ দেন।