নলছিটি প্রতিনিধি---
ঝালকাঠির নলছিটিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা কালে অভিযুক্ত বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, সকাল ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয়ের দুই শিক্ষক ছিলেন দুটি ক্লাসে পাঠদানে ব্যস্ত। এ সুযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজ দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লাইব্রেরীতে ডেকে এনে ধর্ষণচেষ্টা করে। শিশুটি চিৎকার দিয়ে কৌশলে তার কাছ থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নলছিটির মোল্লারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আহছাফ।