বাকেরগঞ্জ প্রতিনিধি॥
বুধবার (২১ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা দিবস স্মরণে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় শহীদ বেধিতে পুস্প অর্পন। পরে বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এসে শেষে হয়। অনুষ্ঠানে ২১ আগস্ট নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এদেশের অতি বিপ্লবী শক্তি এবং পরাজিত পাকিস্তানের প্রতিনিধি ও সিআইএর প্রতিনিধি যারা জাতির পিতাকে স্বপরিবারে হত্যার নীলনক্সা করেছিল তারাই আবার একতাবদ্ধ হয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার নীল নক্সা করে। তাই ১৫ আগস্ট এবং ২১ আগস্ট একইসূত্রে গাঁথা। তিনি আরও বলেন, নীল নক্সাকারীরা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু পরিবারের এক ফোঁটা রক্ত যদি বেঁচে থাকে তাহলে বঙ্গবন্ধু আরো শতসহস্ত্র শক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। আর সেটিই হয়েছে, জননেত্রী শেখ হাসিনা এদেশের মাটিতে ফিরে এসে অতি অল্প সময়ের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে একত্রিত ও সংঘটিত করেছিলেন, যার মধ্যদিয়ে জনগণের রায় নিয়ে দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। ষড়যন্ত্রকারীরা তখনই বুঝেছিল যে, একেই বলে বঙ্গবন্ধুর রাজনীতি এবং বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী। কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দেখতে চাইনা। আসুন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত করি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোকলেচুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম, কাউন্সিলর সুজন দেবনাথ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খাজা, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার আহমেদ, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ প্রমুখ।