রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বানারীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ডেঙ্গু বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রোববার বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট),বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়,দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার,আবুবকার সিদ্দিক,আব্দুর রহমান ও শাহিনা বেগম প্রমুখ। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান ডেঙ্গু বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।###