সময়ের বরিশাল ডেক্স--
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জুলাই মাসে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
জানা যায়, সম্প্রতি ছেলেধরা গুজব প্রতিরোধে পুলিশের প্রচারণা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিং-বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।