সময়ের বরিশাল রিপোর্ট---
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার গোবরাপাড়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তারা হলেন গোবরাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে নওয়াব আলী , আলম , তোয়াছেল ও আফজেল হোসেন। মঙ্গলবার বিকালে এঘটনা ঘটে। আহত নওয়াব আলী জানান, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে তারা চার ভাই নিজ গ্রামের মাঠে নিজেদের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের লাচ্চু ও তার ছেলে রহিম মেম্বার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তারা ৪ ভাই গুরুতর জখম হন। থানার ওসি আসাদুজ্জামান জানান, গোবরাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে চার ভাইকে জখম করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এ ঘটনায় অভিযোগ দিলে ব্যাবস্থা নেওয়া হবে।
Post a Comment