সংবাদ শিরোনাম

বানারীপাড়ায় ২৩ বস্তা চাল উদ্ধার


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বানারীপাড়ায় ১০ টাকা কেজি মূল্যের সরকারী ২৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজ অভিযান চালিয়ে উপজেলার নলশ্রী গ্রামের কুটিয়াল শহিদ মোল্লার ঘর থেকে সরকারী বরাদ্দের ২৩ বস্তা (প্রতি বস্তায় নুন্যতম ৪০ কেজি) চাল উদ্ধার করেন। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের কুটিয়াল শহিদ মোল্লার ঘরে হত দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টা কেজির চাল অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার বিষয়টি ওই এলাকার সচেতন এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনকে জানালে তিনি বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজকে ঘটনাস্থলে পাঠান। তিনি গিয়ে শহিদ মোল্লার ঘর থেকে মজুদকৃত অবস্থায় ২৩ বস্তা সরকারী চাল উদ্ধার করে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তালা বদ্ধ করে স্থানীয় ইউপি সদস্য আ.মান্নানের জিম্মায় রাখেন। এ ব্যপারে থানায় খাদ্য বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ১০ টাকা কেজি হারে চাল বিক্রির ওই ইউনিয়নের ডিলাররা পরবর্তীতে অধিক মূল্যে বিক্রির অসৎ উদ্দেশ্য ওই চাল  মজুদ করে রাখতে পারে বলে স্থানীয়দের ধারণা। ### 

Post a Comment

Previous Post Next Post