সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে রমরমা কোচিং বানিজ্য

রহিম রেজা, ঝালকাঠি--
ঝালকাঠিতে রমরমা কোচিং বানিজ্য
ঝালকাঠিতে রমরমা কোচিং বানিজ্য
ঝালকাঠি শহরে ব্যাঙের ছাড়ার মত গড়ে উঠেছে কোচিং সেন্টার। আর কোচিং বানিজ্যের জন্য কিছু অসাধু শিক্ষকের কাছে জিম্মি শিক্ষার্থী ও অভিভাবকরা। মাস শেষে অভিভাবকদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। কোচিং এ না পড়ালে পড়তে হয় নানা বিড়াম্বনায়। এসব অভিযোগের  এবং কোচিং বানিজ্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং চানালোয় জেলা শহরে অভিযান চালিয়ে একটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মে রবিবার বেলা ১২টায় স্থানীয় হোগলাপট্টি এলাকার তাহমিনা কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম এ অভিযান পরিচালনা করেন। ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনা করবেন না বলে এর পরিচালক শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন। ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। তাঁরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post