সংবাদ শিরোনাম

বরিশালে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আগুন

ডেক্স সময়ের বরিশাল--
বরিশালে বাংলাদেশ ব্যাংকের আঞ্চ‌লিক কার্যালয়ে কয়েন রাখার ভোল্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ করছে বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এখনও আগুনের সূত্রপাত জানা যায় নি। এছাড়া ক্ষতির পরিমানও নির্ধারন করা যায় নি।  সোমবার সকাল ১০টা দিকে নগরীর বগুরা রোড এলাকায় ব্যাংকের আঞ্চ‌লিক কার্যালয়ের দ্বিতীয় তলায় কয়েন রাখার ভোল্টে এ ঘটনা ঘটে। 
বরিশাল সদর ফায়ার স্টেশনের ওয়ারেন্ট অ‌ফিসার দেবাশীষ বিশ্বাস বলেন,আমরা তাৎক্ষনিক খবর পেয়ে আগুন নিভানের জন্য সা‌র্ভিসের চারটি ইউ‌নিট ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি আরও বলেন,এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষ‌তির হিসেব নিরূপণ করা সম্ভব হয়‌নি। পাশাপা‌শি এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়‌নি।

Post a Comment

Previous Post Next Post