সংবাদ শিরোনাম

বিএনপি জনগনের সঙ্গে বার বার প্রতারনা করছে -- মোহাম্মদ নাসিম


সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
বিএনপি জনগনের সঙ্গে বার বার প্রতারনা করছে, রাজনীতিতে এদের কোন চরিত্র নেই বলে মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- যে দল নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের প্রতি জনগণের আর কোন আস্তা নেই। বিএনপি গনতন্ত্রের কথা বলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যোগদেয়া নিয়ে নানা টালবাহানা করে অবশেষে সংসদে যোগ দিলেও দলের মহাসচিব কেন এখনও শপথ নিলেন না এ প্রশ্নের জবাব চায় জনগণ। আবারও তারা ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনে প্রার্থী দিয়ে প্রমান করেছে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত হীনতায় ভুগছেন। যারা নিজেরা রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করে সেই নেতৃত্বের প্রতি জনগণের কোন আস্থা থাকে না। একারনেই জনগণ এখন তাদের আর ভোট দেয় না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেই জনগণ আওয়ামীগের পতাকা তলে আছে, বার বার ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করেছে।
তিনি রবিবার দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাচগাছিতে প্রায় ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৪তুর্থ তলা বিশিষ্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেন- সিরাজগঞ্জ-কাজিপুর ধুনট-শেরপর সড়ক আগামী অর্থ বছরের শুরুতেই চার লেনে রুপান্তরিত হবে। এটি হবে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের একটি বিকল্প সড়ক।
সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন শাকার এবং সাধারণ সম্পাদক ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী,উজ্জল কুমার ভৌমিক,ঠিকাদারী প্রতিষ্ঠান শাহিন কনষ্ট্রাকশন এর ঠিকাদার মোঃ শাহজাহান আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,ফরিদুল ইসলাম বাবু প্রমূখ। এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুরে শহীদ এম মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি (আইএইচটি), নির্মাণাধীন ম্যাটস ভবন পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোজ খবর নেন।

Post a Comment

Previous Post Next Post