ওবায়দুর রহমান, ববি প্রতিনিধি--
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ মে রবিবার থেকে গ্রীষ্মকালীন ছুটি, মাহে রমজান, পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরউপলক্ষে ৩৫ দিনের ছুটি শুরু হচ্ছে। রবিবার শুরু হয়ে ছুটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। বুধবার (২২ ) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, , মাহে রমজান, পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৬/০৫/২০১৯ থেকে ৩০/০৬/২০১৯ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে এবং ০২/০৬/২০১৯ থেকে ১০/০৬/২০১৯ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।উল্লেখ্য , বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ডিসপ্যাস শাখা ও সিকিউরিটি শাখাসহ অনান্য জুরুরী সেবা বলবৎ থাকবে।
Post a Comment