সংবাদ শিরোনাম

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোন বিকল্প নেই ঃ নাসিম এমপি


সেলিম শিকদার ,সিরাজগঞ্জ ঃ-
আওয়ামীলীগের সভাপতিমগুলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন-একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। মেট্রোরেল,পদ্মা সেতুর মতো মেঘা প্রকল্পসহ অসংখ্য দৃশ্যমান প্রকল্প বাস্তবায়নসহ অবকাঠামো উন্নয়ন, জঙ্গী দমন, সন্ত্রাসবাদের মুলোৎপাটন করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি জনগণের আস্থাও অর্জন করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে নির্মানাধীণ এফডব্লিউ ভিটিআই ও ম্যাটস প্রকল্পের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। 
পরে তিনি বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদেন ,
এ সময় সেস্বচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মোতালেব।  #

Post a Comment

Previous Post Next Post