সংবাদ শিরোনাম

ববি’র সেই হামলাকারী শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ওবায়দুর রহমান, ববি প্রতিনিধি--

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতি এক শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রাঞ্জল রায় প্রান্ত  ( মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান  বিভাগ- ৫ম ব্যাচ ) নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।  বৃহষ্পতিবার  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ গত ২১/০৫/২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবৃন্দ এবং প্রত্যক্ষদর্শীদের প্রদত্ত বিবরণ অনুযায়ী প্রাঞ্জল রায় প্রান্ত   ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (ফিন্যান্স ও ব্যাকিং বিভাগ- ৬ষ্ঠ ব্যাচ ) - কে সরাসরি আঘাত করে মারাত্নকভাবে জখম করেছেন বলে প্রতীয়মান হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাঞ্জল রায় প্রান্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য , ২১/০৫/২০১৯ তারিখ  সন্ধ্যার  সময় ক্যাম্পাস সংলগ্ন একটি দোকানে সাজ্জাদের সাথে প্রাঞ্জল রয়,তাশাহুদ ইসলাম রনি  এর কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সাজ্জাদের পেটে পেপসির বোতল পেটে ঢুকিয়ে দেয় প্রাঞ্জল রায় ও রনি। এতে তাঁর পাকিস্থলি ছিদ্র হয়ে গেছে। সাজ্জাদ বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  ।

Post a Comment

Previous Post Next Post