বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে নোমান হাওলাদার এর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টায় মনিরাম বাজারে ভোলা-চরফ্যাশন সড়কের দুই পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন টবগী ইউনিয়ন বাসী। মানববন্ধনে উপস্থিত বক্তারা বিচার দাবী করে বিভিন্ন স্লোগান দেন এবং এ হত্যাকান্ডের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। তারা বলেন, আমাদের ইউনিয়নে এ ধরনের হত্যাকান্ড এ প্রথম ঘটেছে। তাই এর সাথে জড়িত অপরাধীদের এমন শাস্তি দেয়া হউক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটে।
উল্লেখ্য, গত ৫ মে ২০১৯ ইং তারিখে টবগী ৭নং ওয়ার্ডের রহিম মাষ্টার বাড়ীর পশ্চিম পাশে ডোবার ভিতরে নোমান হাওলাদারের লাশ পাওয়া যায়। মনিরাম বাজার কাজীর হাট রোডে ইলেকট্রনিক্স’র দোকানে করতেন এ নোমান হাওলাদার।
এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহিৃত করার চেষ্টায় কাজ করছি।
Post a Comment