সংবাদ শিরোনাম

খুলনায় ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৩

সময়ের বরিশাল ডেক্স---
খুলনায় ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৩
খুলনায় ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ৩
মংলা-খুলনা মহাসড়কের মালিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩জন। এছাড়া আরো ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মংলা উপজেলার চিলা গাববুনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) ও একই উপজেলার মাকড়ডোন এলাকার সঞ্জিত মণ্ডল (৫০)। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। 
আহতদের উদ্ধার করে স্থানীয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থা গুরুতর হওয়ায় গোলাম মোস্তফা নামে একযাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে একটি মাহেন্দ্র সংযোগ সড়ক থেকে মংলা-খুলনা মহাসড়কে উঠার সময় মংলাগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Post a Comment

Previous Post Next Post