বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ॥
বাংলাদেশের গৌরবোজ্জল বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সময় এ উপলক্ষে বাংলাদেশ ছাত্রমৈত্রী বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলার ছাত্রমৈত্রীর আহবায়ক এইচ এম আলী হোসেনের সভাপতিত্বে ছাত্রমৈত্রীর উপজেলার যুগ্ন আহবায়ক রাসেল পাইকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু, কেন্দীয় ছাত্রমৈত্রীর সহ সভাপতি সুজন আহম্মেদ,বাবুগঞ্জ উপজেলা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি কামাল পারভেজ, সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন আকন জুয়েল, কৃষি কলেজ শাখার সাবেক সভাপতি মোঃ রবেল সরদার, সাবেক ছাত্রনেতা সোহেল মাহমুদ,মুলাদী ছাত্রমৈত্রীর নেতা সবুজ, শফিকুল প্রমুখ । এছাড়াও উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Post a Comment