আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্যসহ দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছেন। উপজেলা আ’লীগ, গৈলা ইউনিয়ন আ’লীগ ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ সকল ইউপি সদস্যবৃন্দ ও আ’লীগ অংঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহম্মদ গাজী’র সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হালিমুজ্জামান হালিমের সঞ্চালনায় আয়োজিত মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র হাতে ফুলের তোরা দিয়ে গৈলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র সরকার ও ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বিএনপি নেতা সবুজ বেপারী, সেচ্ছাসেবকদল সহ-সভাপতি মনির সরদারসহ দুই শতাধিক বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করে। যোগদান সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রমুখ।
Post a Comment