বরিশাল সিটি কর্পোরেশনকে পরিবেশ দূষনের হাত থেকে বাচাঁতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে নবনির্বাচিত মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ইতিমধ্যে পাল্টে গেছে বরিশাল নগরীর চিত্র, দিন-রাত চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। আবারও সৌন্দর্য্য ফিরে পাচ্ছে বরিশাল নগরী। প্রতিটি ওয়ার্ডে চলছে ময়লা-আর্বজনা পরিস্কারের কাজ। নগরীর বেশির ভাগ সড়কেই ময়লার স্তুপ জমে থাকতো । যা পথচারীদের জন্য চলাচলে বাধা তৈরি করতো ।কিন্তু বর্তমানে তার রুপ বদলে গিয়েছে । বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরভবনের দায়িত্ব নেয়ার পর বদলে গিয়েছে নগরীর চিত্র। নগরভবনে নেয়া হয়েছে নানা পদক্ষেপ । কিছু কিছু সেকশনে চালু করা হয়েছে শিফটিং ডিউটি। যাদের একপক্ষ সকালে এবং আরেক দল রাতে কাজ করবে। যা বিগত দিনের নিয়মকে হার মানিয়েছে। সরেজমিনে খোজ নিয়ে দেখা গেছে, নগরীর রাস্তা পরিস্কারের জন্য প্রতিনিয়ত সিটি কর্পোরেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মিরা কাজ করে যাচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ড্রেন, ময়লার স্তুপ সরিয়ে নিচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মচারী জানান, আমাদের নির্দিষ্ট তেমন কোন জায়গা না থাকায় মাঝে মধ্যে ময়লা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। এদিকে আরেক জন অভিযোগ করে বলেন আমাদের কিছু সরঞ্জাম ঘাটতি রয়েছে। ময়লা নেয়ার জন্য ট্রলিগাড়ি, বেলচা, আটারি এগুলো পর্যাপ্ত পরিমানে দরকার। আশা করি আগামী দিনে মালামালের ঘাটতিসহ সকল সুযোগ-সুবিধা পূরন করবে নব নির্বাচিত নগরপিতা সাদিক আবদুল্লাহ। এদিকে নগরীর বেশকিছু বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, ইদানিং আমারদের নগরীর ওয়ার্ড গুলোর সড়কে তেমন ময়লা দেখা যায় না। দিনের পাশাপাশি রাতেও দেখি কর্মীরা কাজ করে যাচ্ছে। যা সত্যিই দৃষ্টান্ত তৈরি করেছে নতুন নগরপিতা । নগরপিতার একান্ত সহযোগী জানিয়েছে বর্তমানে নগরী উন্নয়নের জন্য নানা কাজ হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে যেসব সড়ক বা এলাকায় লাইটপোস্ট এর লাইট নষ্ট ছিল সেগুলো ঠিক করা হয়েছে। তাছাড়া পরিস্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য কর্মচারীদের মধ্যে চালু করা হয়েছে দুই শিফট ডিউটি। এছাড়া নগরী পরিস্কার রাখতে যেসব পদক্ষেপ নেয়া দরকার তা অব্যহত রয়েছে।
Post a Comment