সংবাদ শিরোনাম

কালিয়াকৈরে চোলাই মদ জব্দ, নারী আটক

 

কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে প্রায় দেড়শ লিটার চোলাই মদ জব্দ ও এক নারীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নামা কালিয়াকৈর এলাকায় শাহজাহানের বাড়িতে চোলাই মদ তৈরি করছিল। 

এমন সময় এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে মদসহ এক নারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়শ লিটার চোলাই মদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। 

স্থানীয় কাউন্সিলর মো. মাসুম আলী জানান, শাজাহানের বাড়িতে চোলাই মদসহ এলাকাবাসী এক নারীকে আটক করেছে। তবে জাহানারা বেগম নামে এক নারী পালিয়ে গেছে।

কালিয়াকৈর থানার (এসআই) ফরিদ হোসেন জানান, চোলাই মদসহ এক নারীকে আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post