সংবাদ শিরোনাম

অজ্ঞান পার্টির খপ্পরে বরিশালে ১২ লঞ্চ যাত্রী

নিজস্ব প্রতিবেদ-- বরিশাল-ঢাকা নৌ পথের ল‌ঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল হারিয়েছে ১২ যাত্রী। তাদের সকলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অজ্ঞান পা‌র্টির খপ্প‌রে পড়া যাত্রীরা হচ্ছেন- রাজিব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিষ, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন এবং জসিম।

হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে তাদের অজ্ঞান করে। পরে সাথে থাকা মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এসব যাত্রীদের লঞ্চ কর্তৃপক্ষ, পুলিশ ও বিআইডব্লিউটিএর লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে ঢাকা বরিশাল-রুটের পারাবাত-৯ লঞ্চ থেকে ৭ জন, এ্যাডভেঞ্চার থেকে ২ জন, সুন্দরবন থেকে ২ জন ও পুবালী লঞ্চ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা রায় জানান, এদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে ফিরে গেছে। দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Post a Comment

Previous Post Next Post