আজকাল বার্তা ডেক্স--
পুঠিয়ায় শ্যালকের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন দুলাভাই। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামে এ ঘটনা ঘটে।
পলাতকরা হলেন ওই গ্রামের আয়নাল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী প্রিয়া (২৪) এবং তার বোনের স্বামী ও এক সন্তানের জনক বাবুল হোসেন (২৫)।
পলাতক বাবুল হোসেনের স্ত্রী রুনা বলেন, ‘বাপের বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। আমার ভাবির সঙ্গে আমার স্বামীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আমাদের একটি শিশু সন্তান আছে। সে অসুস্থ হওয়ায় মাঝে মধ্যে রাজশাহীতে ডাক্তার দেখাতে নিতে হয়। সে সুযোগে তারা এমন ঘটনা ঘটিয়েছে। স্বামীর এই প্রতারণার কারণে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বাবুল নামের এক ব্যক্তি তার শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় বাবুলের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। তাদেরকে উদ্ধার করে মানবিক বিবেচনায় বিষয়টি মীমাংসা করা যায় কিনা তা দেখছি।
Post a Comment