সিরাজগঞ্জ প্রতিনিধি--অধ্যক্ষের বাস ভবনে ২ টি বোমা উদ্ধার
সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল এর সরকারী বাস ভবনের প্রধান গেট থেকে ২ টি বোমা উদ্ধার করেছে পুলিশ।৬ ডিসেম্বর রবিবার সকালে সরেজমিন গিয়ে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল এর সরকারী বাস ভবনের প্রধান গেটে ২ টি বোমা দেখা গেছে।
দুরথেকে দেখাযায় লাল রংএর টেপদিয়ে মোড়ানো ২ টি বোমা।বাসভবনের কেয়ারটেকার আব্দুল কাদের এবং নৈশ প্রহরিসহ অন্যান্যরা জানান অধ্যক্ষ টি,এম সোহেল স্যার কলেজের দাপ্তরিক কাজে ঢাকায় আছেন।
এছাড়াও তারা আরও জানান,গত ৫ ডিসেম্বর রাতের কোন এক সময়ে এই বোমা ২ দুটি গোপনে
রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে।দূর্ঘটনা এড়াতে বোমা ২ টি ইট-পাথর দিয়ে ঘিরে রাখাহয়।
স্থানীয়রা জানান, কোন আতংক ছড়াতে বা নাশকতার উদ্যেশেই এই বোমা ২ টি রাতের অন্ধকারে রেখে গেছে।
সংবাদ পেয়ে সদরের এস,আই আবু সাঈদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং পরে পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিট এসে বোমা ২ টি উদ্ধার করেছে।
Post a Comment