সংবাদ শিরোনাম

নগরীতে গাঁজাসহ সোহাগ আটক

সময়ের বরিশাল ডেক্স---

বরিশাল নগরীর ৯নং ওয়ার্ড অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ তশীলদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে ১০আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার রাতে পুলিশ পরিদর্শক (নিঃ) এর নের্তৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনায় তাকে আটক করা হয়। সে নগরীর কেডিসির বাসিন্দা মৃত ছোবাহান তশীলদারের পূত্র। তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Previous Post Next Post