পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী রাকিবুল (২০)কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধায় মহিপুর থানা সংলগ্ন কমরপুর গ্রামের নদীর পার থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। রাকিবুল কমরপুর গ্রামের শাহ আলম চৌকিদারের ছেলে।
গত বুধবার (২৮ আগষ্ট) রাতে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে বাসা থেকে ডেকে নিয়ে বালুর মাঠে নিয়ে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দুই সহযোগীর সহায়তায় ধর্ষণ করে রাকিবুল। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়ের করে। মামলার প্রধান আসামী রাকিবুল গ্রেফতার হলেও পলাতক রয়েছে অপর দুই আসামী বাবু ও ওবায়দুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইদুল ইসলাম জানান, রাকিবুলকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে । অপর দুই আসামী গ্রেফতারের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।